আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে গঠিত এ দলে ফিরেছেন কয়েকজন পুরোনো মুখ, পাশাপাশি জায়গা পেয়েছেন কিছু উদীয়মান প্রতিভাও।
টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, চোট কাটিয়ে দলে ফিরেছেন মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। এই সিরিজ থেকে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বের যুগের সূচনা হতে যাচ্ছে।
বাংলাদেশ দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ।