রাহুল-পন্থের সেঞ্চুরিতে ইংল্যান্ডকে ৩৭১ রানের বিশাল লক্ষ্য

Date: 2025-06-24
news-banner
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডের মুখোমুখি ভারত। সিরিজের প্রথম ম্যাচ চলছে হেডিংলেতে। নতুন টেস্ট অধিনায়ক শুভমন গিল রয়েছেন ভারতের নেতৃত্বে।
ভারত বনাম ইংল্যান্ডের চলমান টেস্ট সিরিজে উত্তেজনার পারদ ছুঁয়েছে চূড়ায়। হেডিংলেতে দ্বিতীয় ইনিংসে কেএল রাহুল ও ঋষভ পন্থের দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে ভারত ইংল্যান্ডকে বিশাল ৩৭১ রানের লক্ষ্য দিয়েছে।

চতুর্থ দিনে ভারত যখন ব্যাটিংয়ে নামে, তখন লিড ছিল মাত্র ৬ রান। সেখান থেকে ধৈর্য ও জয়ের আকাঙ্ক্ষা নিয়ে ব্যাটিং শুরু করেন রাহুল ও পন্থ। দুজনেই দেখিয়ে দেন কেন তারা ভারতীয় ব্যাটিং লাইনআপের অন্যতম ভরসা।
কেএল রাহুল খেলেন ১৩৭ রানের এক অনবদ্য ইনিংস, যেখানে ছিল ১৮টি চমৎকার বাউন্ডারি। অন্যদিকে পন্থ খেলেন এক আগ্রাসী শতক — মাত্র ১৪০ বলে ১১৮ রান, যার মধ্যে ছিল ৩টি ছক্কা ও ১৫টি চারের মার। ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করত নামে ২১ রান সংগ্রহ করে। দুই অপরাজিত ওপেনার জেক ক্রিউলি ১২* এবং ডাকেট অপরাজিত ৯*রানে।  
image

Leave Your Comments