দেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগল ওয়ালেট, ডিজিটাল লেনদেনে নতুন যুগে প্রবেশ

Date: 2025-06-24
news-banner
মঙ্গলবার (২৪ জুন) সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর গুগল ওয়ালেট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে বাংলাদেশ স্মার্ট ও নগদবিহীন অর্থনীতির পথে আরও এক ধাপ এগিয়ে গেল।

উদ্বোধনী অনুষ্ঠানে গভর্নর বলেন, “গুগল পে চালুর মধ্য দিয়ে ক্যাশলেস সোসাইটির দিকে আরও এক ধাপ এগিয়ে গেলো বাংলাদেশ। এই ধরণের উদ্ভাবনী সেবা অর্থনীতিকে গতিশীল করবে এবং ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) ট্র্যাসি এন জ্যাকবসন এবং সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ। তাঁরা উভয়েই বাংলাদেশে প্রযুক্তিনির্ভর আর্থিক খাতের অগ্রগতির প্রশংসা করেন এবং গুগলের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে এতে অংশগ্রহণের জন্য স্বাগত জানান।
image

Leave Your Comments