সারাদেশে একযোগে আগামী ২৬ জুন থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ গজের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের মোবাইলসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ।
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের সভাপতিত্বে সম্প্রতি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সভায় এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে এ সব সিদ্ধান্ত নেয়া হয়েছে।
চলমান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় প্রশ্নফাঁস ও নকল প্রতিরোধে কড়া পদক্ষেপ নিয়েছে শিক্ষাবোর্ড। নতুন নির্দেশনা অনুযায়ী, পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই নির্দেশনার আওতায় মোবাইল ফোন, ট্যাবলেট, স্মার্টঘড়ি, ব্লুটুথ ডিভাইসসহ সব ধরনের ইলেকট্রনিক যন্ত্র নিষিদ্ধ। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ নিষেধাজ্ঞা কার্যকরে সচেষ্ট থাকবে।
উল্লেখ্য, পরীক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক, স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ পথচারীদেরও এই নির্দেশনা মানতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানা গেছে।