শ্রীলঙ্কার মাটিতে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে বাংলাদেশ মুখ থুবড়ে পড়ল ইনিংস ব্যবধানে। কলম্বোতে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশ হেরেছে ইনিংস ও ৭৮ রানে।
বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২৪৭ রানেই গুটিয়ে যায়। এরপর শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে বিশাল স্কোর গড়ে – ৪৫৮ রান করে তারা। বড় ব্যবধানে পিছিয়ে পড়ে ব্যাট করতে নামা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসেও ধসে পড়ে এবং ১৩৩ রানেই অলআউট হয়ে যায়।
এর ফলে শ্রীলঙ্কা জয় পায় ইনিংস ও ৭৮ রানে, এবং দুই ম্যাচের সিরিজ ১ -০ ব্যবধানে জিতে নেয়।
দুই ইনিংসেই ব্যাটারদের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। প্রথম ইনিংসে দলের কেউই ফিফটি করতে পারেননি, দ্বিতীয় ইনিংসে ও তাই । অন্যদিকে দ্বিতীয় ইনিংসে ব্যাটারদের মধ্যে কেউই ত্রিশ রানের ঘর ছুঁতে পারেননি। বলার মতো কোনো জুটি গড়ে উঠেনি পুরো ইনিংস জুড়ে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২৪৭ ও ১৩৩ ( মুশফিক ২৬, এনামুল ১৯, নাজমুল ১৯, মুমিনুল ১৫, লিটন ১৪; জয়াসুরিয়া ৫/৫৬, ধনঞ্জয়া ২/১৩, থারিন্দু ২/১৯)।
শ্রীলঙ্কা: ৪৫৮।
ফল: শ্রীলঙ্কা ইনিংস ও ৭৮ রানে জয়ী।