গত কয়েকদিনের প্রবল বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে পাকিস্তানের বিভিন্ন অঞ্চল বন্যায় ভয়াবহভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে খাইবার পাখতুনখোয়া, পাঞ্জাব এবং বেলুচিস্তান প্রদেশে বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে বহু গ্রাম ও শহর। স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, ইতিমধ্যেই অন্তত ৪৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে এবং শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন।
দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (NDMA) জানায়, টানা বৃষ্টিতে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। বহু সড়ক ও সেতু ধসে পড়েছে, ফলে বহু এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সেনাবাহিনী ও রেসকিউ টিমগুলো উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নিয়োজিত রয়েছে।
বন্যায় হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। আশ্রয় শিবিরে খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের ঘাটতি দেখা দিয়েছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে।
আবহাওয়া অধিদপ্তর সতর্কবার্তায় জানিয়েছে, আগামী কয়েকদিনে আরও ভারী বৃষ্টিপাত হতে পারে, যা পরিস্থিতি আরও জটিল করে তুলবে। নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে।