ঝালকাঠির শেখেরহাট ইউনিয়নের পূর্ব গুয়াটন গ্রামে তালগাছ কেটে শতাধিক বাবুই পাখির ছানা হত্যা ও ডিম নষ্টের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. মোবারেক ফকির (৬৫)-কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২৯ জুন) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলার নেছারাবাদ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঝালকাঠি ডিবি পুলিশের একটি দল এ অভিযান চালায়।
স্থানীয়দের অভিযোগ, গত শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় পূর্ব গুয়াটন গ্রামে একটি পুরনো তালগাছ কেটে ফেলা হয়। গাছটির ডালে ছিল অসংখ্য বাবুই পাখির বাসা। প্রতিটি বাসাতেই ছিল ডিম ও ছানা। গাছটি কাটার সঙ্গে সঙ্গে বাসাগুলো মাটিতে পড়ে পানিতে ডুবে যায়। এতে অধিকাংশ বাবুই ছানা মারা যায় এবং ডিমগুলোও নষ্ট হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কিছু প্রাপ্তবয়স্ক পাখি উড়ে গেলেও বাসা ফেলার ভয়াবহতায় তাদের একটি বড় অংশ ছানা হারায়। ঘটনাটি এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি করে।
এই নির্মম ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। পরিবেশবাদী সংগঠনগুলোও ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
পরে শেখেরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মাসুদুর রহমান বাদী হয়ে মোবারেক ফকিরসহ তিনজনের বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের মাত্র তিন ঘণ্টার মধ্যেই পুলিশ মোবারেক ফকিরকে গ্রেপ্তার করে।