উইলিয়ামসের দুর্দান্ত সেঞ্চুরি, একার লড়াইয়ে জিম্বাবুয়ের ২৫১

Date: 2025-06-30
news-banner
 দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে প্রথম টেস্টে ব্যাট হাতে একাই লড়লেন শন উইলিয়ামস। দ্বিতীয় দিনে জিম্বাবুয়ে যখন সবকটি উইকেট হারিয়ে ২৫১ রানে থামে, তখন স্কোরকার্ডে সবচেয়ে উজ্জ্বল নাম এই অভিজ্ঞ ব্যাটারেরই। উইলিয়ামস খেলেন ১৩৭ রানের এক দুর্দান্ত ইনিংস, যা এসেছে মাত্র ১৬৪ বলে।

জিম্বাবুয়ের ইনিংসের প্রায় অর্ধেকেরও বেশি রান একাই করে তোলেন উইলিয়ামস, বাকি ব্যাটাররা কেউই বড় ইনিংস খেলতে পারেননি। দক্ষিণ আফ্রিকার বোলারদের দাপটের মাঝে উইলিয়ামসের ব্যাট ছিল আশার আলো। তার ইনিংসে ছিল ১৬ টি চারের মার, ছিল দৃঢ়তা আর ধৈর্য্যের চিত্র।
জবাবে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ২৫৯/৬।
image

Leave Your Comments