আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান অনুযায়ী, চলতি বছরের আগস্টে বাংলাদেশের মাটিতে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল ভারতের। সফরের দিনক্ষণও প্রায় চূড়ান্ত ছিল। তবে হঠাৎ করেই সেই সূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়ে দিয়েছে, তারা আগস্টে নয়, নভেম্বরে বাংলাদেশ সফরে আসতে চায়। এ উদ্দেশ্যে তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) সূচি পরিবর্তনের প্রস্তাবও দিয়েছে। ফলে দ্বিপক্ষীয় সিরিজটি আপাতত অনিশ্চয়তার মুখে পড়েছে।
প্রথমে নির্ধারিত সূচি অনুযায়ী, ১৭ আগস্ট মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দ্বিতীয় ওয়ানডে ২০ আগস্ট একই ভেন্যুতে এবং ২৩ আগস্ট তৃতীয় ওয়ানডে চট্টগ্রামে হওয়ার কথা ছিল। এরপর টি-টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২৬, ২৯ ও ৩১ আগস্ট।
কিন্তু বিসিসিআই-এর সিদ্ধান্ত বদলের কারণে বিসিবিকে এখন পুরো সিরিজের সূচি নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। যদিও এখন পর্যন্ত দুই বোর্ডের পক্ষ থেকেই এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
ক্রিকেটভক্তরা এখন অপেক্ষায়—দেখা যাক, শেষ পর্যন্ত আগস্টেই মাঠে গড়ায় কিনা বাংলাদেশ-ভারত সিরিজ, নাকি সত্যি সত্যিই তা পিছিয়ে যায় বছরের শেষ ভাগে।