গণঅভ্যুত্থান বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন ও জাতীয় সংগীত পরিবেশন

Date: 2025-07-01
news-banner
ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে মোমবাতি প্রজ্বলন ও জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামে এই কর্মসূচি পালন করা হয় মঙ্গলবার (১ জুলাই) প্রথম প্রহরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে।

অনুষ্ঠানে নেতৃত্ব দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। কর্মসূচিতে কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকার চার মহানগরসহ বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

রাত ১২টা পেরোনোর পর শহীদ মিনারে দাঁড়িয়ে মোমবাতি হাতে জাতীয় সংগীত পরিবেশন করেন নেতাকর্মীরা। এই কর্মসূচির মধ্য দিয়ে মাসব্যাপী বর্ষপূর্তি আয়োজনের সূচনা করল ছাত্রদল।

সংগঠনটি জানিয়েছে, পুরো জুলাইজুড়ে নানা কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, মানববন্ধন, আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী, রক্তদান কর্মসূচি এবং শহীদদের স্মরণে সাংস্কৃতিক আয়োজন।

ছাত্রদল বলছে, ইতিহাসের পাকে চক্রে গণতন্ত্র পুনরুদ্ধারের এই সময়ে তারা আবারও অতীতের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যেতে চায়—তরুণ প্রজন্মকে সাথে নিয়ে।
image

Leave Your Comments