হজে গিয়ে ৪১ বাংলাদেশির মৃত্যু

Date: 2025-07-01
news-banner

এ বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৪১ জন বাংলাদেশি মারা গেছেন। মৃতদের মধ্যে ৩০ জন পুরুষ এবং ১১ জন নারী। হজ অফিস জানিয়েছে, অধিকাংশ মৃত্যু ঘটেছে বার্ধক্যজনিত অসুস্থতা ও বিভিন্ন শারীরিক জটিলতার কারণে।


হজ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সরকারের বিভিন্ন সংস্থা একযোগে কাজ করছে বলেও জানানো হয়েছে। হাজিদের সহায়তায় বিমানবন্দরে হজ কাউন্টার, মেডিকেল টিম এবং সহায়তাকারী কর্মীরা প্রস্তুত রয়েছেন।


উল্লেখ্য, চলতি বছরের হজযাত্রা শুরু হয় ২৯ এপ্রিল থেকে, শেষ ফ্লাইট সৌদি আরব যায় ৩১ মে। মূল হজ অনুষ্ঠিত হয় ৫ জুন, আর ফিরতি ফ্লাইট চলবে ১০ জুলাই পর্যন্ত।

image

Leave Your Comments