পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য এপ্রিল মাসে সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। গত ২২ অক্টোবর বোর্ডের চতুর্থ সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি ২০ হাজার ৩৯৩ টাকা ন্যূনতম মজুরি দাবি করে প্রস্তাব দেন।
এর বিপরীতে মালিকপক্ষ মজুরি প্রস্তাব দেয় ১০ হাজার ৪০০ টাকা, অর্থাৎ প্রায় অর্ধেক। মালিকপক্ষের এই মজুরি প্রস্তাবে ক্ষুব্ধ হয়ে শ্রমিকেরা পরদিন থেকে আন্দোলনে নামেন। প্রথমে গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু হলেও পরে তা আশুলিয়া, সাভার ও ঢাকায়ও ছড়ায়।
ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের (আইবিসি) সভাপতি আমিরুল হক সাংবাদিকদেরকে বলেন, মালিকপক্ষ নতুন কী প্রস্তাব দেয়, সেদিকেই সবাই তাকিয়ে আছে। শেষ পর্যন্ত গ্রহণযোগ্য মজুরি প্রস্তাব না হলে শ্রমিকেরা আবার রাস্তায় নামতে পারেন—সেই আশঙ্কা রয়েছে।
কত প্রস্তাব দেবেন মালিকেরা?