মিরাজের নেতৃত্বে নতুন যুগের সূচনা, শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

Date: 2025-07-02
news-banner
ওয়ানডে ক্রিকেটে নতুন নেতৃত্বে যাত্রা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ দল। মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে সাজানো এই নতুন দল কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নাম আজ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।

এটাই মিরাজের অধিনায়ক হিসেবে প্রথম ওয়ানডে ম্যাচ। তরুণ এ অলরাউন্ডারের ওপর ভরসা রেখে ভবিষ্যতের জন্য নতুন পথ রচনার চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজটি শুধু নেতৃত্ব পরিবর্তনের নয়, বরং বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা বলেও মনে করছেন বিশ্লেষকরা।

দল গঠনে তরুণদের প্রাধান্য দেওয়া হয়েছে। অভিজ্ঞদের সঙ্গে তরুণ প্রতিভাদের মেলবন্ধনে একটি ভারসাম্যপূর্ণ দল গড়ার চেষ্টা দেখা গেছে নির্বাচকদের মাঝে। দলের অনুশীলন ও প্রস্তুতিতে ছিল আত্মবিশ্বাসের ছাপ, যা ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে।

অন্যদিকে, স্বাগতিক শ্রীলঙ্কা নিজেদের মাঠে বরাবরের মতোই চ্যালেঞ্জিং প্রতিপক্ষ। তবে সাম্প্রতিক সময়ে তারা কিছুটা খোঁড়ানো ফর্মে থাকলেও বাংলাদেশ দল জানে, লঙ্কানদের হারানো সহজ হবে না।

বাংলাদেশ দলের এক মুখপাত্র জানান, “মিরাজের নেতৃত্বে এই সিরিজকে ঘিরে আমরা আশাবাদী। খেলোয়াড়েরা উজ্জীবিত এবং নতুন শুরুতে ভালো কিছু করতে চায়।”

তিন ম্যাচের এই সিরিজ মিরাজের অধিনায়কত্বে দলের মনোভাব, মাঠের কৌশল ও ভবিষ্যতের দিকনির্দেশনা নির্ধারণে বড় ভূমিকা রাখবে বলেই ধরা হচ্ছে।

এখন দেখার পালা, তরুণ মিরাজের হাত ধরে বাংলাদেশ দল কতটা সফলভাবে এই নতুন যুগের সূচনা করতে পারে।

image

Leave Your Comments