আদালত অবমাননা : শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড

Date: 2025-07-02
news-banner
ছাত্র-জনতার চলমান গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালত অবমাননার মামলায় ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ বুধবার (২ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি মো: গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো: শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মো: মোহিতুল হক এনাম চৌধুরী।

এই রায় আসে এক বিতর্কিত বক্তব্য– “২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি” – এর পরিপ্রেক্ষিতে দায়ের হওয়া আদালত অবমাননার মামলার ভিত্তিতে। ট্রাইব্যুনাল মনে করে, এই বক্তব্য বিচারব্যবস্থার প্রতি অবমাননাকর ও গণহত্যার পরোক্ষ স্বীকৃতি বহন করে, যা বিচারাধীন প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে।
২০২৪ সালের জুনে দেশজুড়ে শিক্ষার্থী ও সাধারণ জনগণের সম্মিলিত আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশত্যাগে বাধ্য হন। এর পরপরই তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগসহ একাধিক মামলা দায়ের হয়। এই আদালত অবমাননার মামলাটি ছিল তারই একটি অংশ।
image

Leave Your Comments