ফিফা র্যাংকিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী মিয়ানমারকে তাদেরই মাঠে হারিয়ে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ (বুধবার) ইয়াঙ্গুনে অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ঋতুপর্ণা চাকমার জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় পেয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।
এই জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠেছে বাংলাদেশ। শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে হারাতে পারলেই প্রথমবারের মতো নারী ফুটবলের এশিয়ার সবচেয়ে বড় আসর এএফসি এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেবে তারা।
ঋতুপর্ণা ম্যাচের ১৮ এবং ৭১ মিনিটে দুটি অসাধারণ গোল করেন। ৮৯ মিনিটে মিয়ানমার একটি গোল শোধ দিলেও বাংলাদেশের রক্ষণভাগ দৃঢ় থেকে জয় নিশ্চিত করে। আগের দুই আসরে একটি ম্যাচও না জেতা বাংলাদেশ এবার টানা দুই ম্যাচে জয় তুলে নিয়ে এক নতুন ইতিহাসের পথে এগিয়ে যাচ্ছে।