বান্দরবান জেলার রুমা উপজেলায় সেনাবাহিনীর পরিচালিত একটি অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুই সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন কেএনএফ-এর কমান্ডার বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানে অংশ নেয় সেনাবাহিনী। এ সময় সংঘর্ষে কেএনএফের দুই সশস্ত্র সদস্য নিহত হন। অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে তিনটি এসএমজি, একটি রাইফেলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
আইএসপিআর আরও জানায়, এখনো অভিযান অব্যাহত রয়েছে এবং পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের নির্মূলে সেনাবাহিনীর কার্যক্রম চলমান থাকবে।
উল্লেখ্য, সম্প্রতি পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে কেএনএফ-এর সশস্ত্র তৎপরতা বৃদ্ধি পেয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনীর অভিযান জোরদার করা হয়েছে।