নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামে বাংলাদেশ। ২৪৪ রানে লঙ্কানদের অলআউট করে জয়ের পথে ছিল টাইগাররা। তবে ১ উইকেটে ১০০ রান থেকে মাত্র ৫ রানে ৭ উইকেট হারিয়ে ১০৫ রানে ৮ উইকেট হয়ে যায় বাংলাদেশের ইনিংস!
এই আকস্মিক ধস দেখে হতবাক সবাই, বিস্মিত তাসকিন আহমেদও। ম্যাচ শেষে তিনি জানান, “কফি খেতে খেতে দেখি ৫ উইকেট পড়ে গেছে!” নিজের দুর্দান্ত বোলিংয়ে ৪ উইকেট নিলেও দল হেরে যাওয়ায় হতাশ তাসকিন সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেন।
সিরিজে টিকে থাকতে আগামী শনিবার (৫ জুলাই) দ্বিতীয় ওয়ানডেতে জয় ছাড়া বিকল্প নেই বাংলাদেশের।