গিলের সেঞ্চুরি ভারতে শক্ত অবস্থান, এজবাস্টনে ৩১০/৫–এ দিন শেষ

Date: 2025-07-03
news-banner
ভারতের অধিনায়ক শুবমন গিলের নেতৃত্বে এজবাস্টনের টেস্টের প্রথম দিন শেষে ভারতীয় বর্ষা অব্যাহত আছে—দলের সংগ্রহ দাঁড়িয়েছে ৩১০/৫ উইকেটে।

ওপেনার ইয়শস্বী জসওয়াল দ্রুত এবং আকর্ষণীয় ৮৭ রানে ফিরলেও, গিল দফায় দফায় ভাঙেন ইংলিশ বোলিংয়ের জালে—পরিশেষে অপরাজিত ১১৪ রানে অপরাজিত থাকেন, যা তাঁর সপ্তম টেস্ট সেঞ্চুরি এবং অধিনায়কের ভূমিকায় দ্বিতীয় শতরান ।

এই সেঞ্চুরির সময় গিল ও রবীন্দ্র জাডেজা ৯৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে ২২১–৫ থেকে উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ।

ইংল্যান্ডের তরফে ক্রিস ওয়াক্স ২ উইকেট, ব্রাইডন কার্সে, বেন স্টোকস ও শোয়েব বাশির ১–১ উইকেট তুলে নেন ।

ভারতের একাডেমিক পরিবর্তন হিসেবে জাসপ্রিত বুমরাহ আজকের খেলায় বিশ্রামে রাখা হয়েছে, যা কিছু প্রশ্ন তুলেছে তবে অধিনায়ক গিল এই সিদ্ধান্তে ধারাবাহিক ছিলেন ।

সংক্ষেপে দিন শেষে ভারত ৩১০/৫ এ ঝুলে আছে—মিড-অর্ডার ধস ও ইংল্যান্ডের বোলিংয়ে কিছু চাপ অনুভূত হলেও গিল ও জাডেজার শান্ত এবং দক্ষ অবস্থানে রেখেছে ভারতের দ্বিতীয় টেস্টের প্রথম দিন।
image

Leave Your Comments