শনিবার (৫ জুলাই) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পরিবারের বরাতে জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
২০০৭ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত এটিএম শামসুল হুদা প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি নির্বাচন কমিশনের প্রধান হিসেবে নিয়োগ পান। তার নেতৃত্বেই ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, যা ছিল দেশের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ নির্বাচন।