বাংলাদেশর মুখোমুখি শ্রীলঙ্কা — কলম্বোতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে আজ

Date: 2025-07-05
news-banner
বাংলাদেশের ক্রিকেট দল আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ানডে সমতার আশায় মাঠে নামছে।
সিরিজের প্রথম ম্যাচে (২ জুলাই) বাংলাদেশ মাত্র ১৬৭ রানে অলআউট হয়, আর শ্রীলঙ্কা ২৪৪ রানে জয় পায়—ভরাট জয়, ৭৭ রানের ব্যবধান । বিশেষ করে বাংলাদেশের ব্যাটিং বিভাগের ধস—৭ উইকেট হারায় মাত্র ৫ রানে—যা ছিল সিরিজের বড় ধাক্কা ।

শ্রীলঙ্কার নির্ধারক ভূমিকা পালন করেন অধিনায়ক আসালঙ্কা, যিনি ১০৬ রান করে “ম্যান অফ দ্য ম্যাচ” হন। অফ স্পিনে ওয়ানিন্দু হাসারাংগা (৪-১০) ও কামিন্দু মেন্ডিসের (৩ উইকেট) জয় নিশ্চিত করে ।
বাংলাদেশের হয়ে তাসকিন ৪ উইকেট যেখানে দুইটি বল ছিল মেডেন। নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে আজকের ম্যাচে দল আত্মবিশ্বাস ফিরে পেতে উদ্দীপ্ত।

দুই-তিন হারের মাশুল শোধ করতে বাংলাদেশ আজ কঠিন প্রতিপক্ষের মুখে দাঁড়াবে। শ্রীলঙ্কার স্পিন অ্যাটাক উপযোগী মাঠে, বাংলাদেশের বোলিং এবং মিডল-অর্ডারের স্থিতিতে ফলাফল পরির্বতন হতে পারে।
image

Leave Your Comments