আজ পবিত্র আশুরা: কারবালার শোক স্মরণে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে দিনটি

Date: 2025-07-06
news-banner
আজ ১০ই মহররম, পবিত্র আশুরা। মুসলিম বিশ্বের নিকট অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ এই দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্য, দোয়া, জিকির ও রোজার মাধ্যমে পালিত হচ্ছে।

হিজরি ৬১ সনের এই দিনে ইমাম হোসাইন (রা.) ও তাঁর পরিবার অন্যায় ও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে কারবালার প্রান্তরে শহীদ হন। ইসলামি ইতিহাসে এই আত্মত্যাগ শান্তি ও ন্যায়ের প্রতীক হিসেবে বিবেচিত।

দিনটির গুরুত্ব উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে আয়োজিত হচ্ছে আলোচনা সভা, দোয়া মাহফিল ও শোকানুষ্ঠান। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন বিশেষ আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

মুসলমানরা আশুরার দিন নফল রোজা, নামাজ, দান-খয়রাত ও জিকির-আজকারের মাধ্যমে আল্লাহর রহমত ও ক্ষমা লাভের আশায় দিনটি পালন করছেন।

তবে আশুরা শুধু কারবালার বিয়োগান্ত ঘটনার স্মরণ নয়—ইসলামের ইতিহাসে এই দিনে বহু তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে। নবী মূসা (আ.)-কে ফেরাউনের জুলুম থেকে রক্ষা, আদম (আ.)-এর সৃষ্টি, নূহ (আ.)-এর প্লাবনের অবসানসহ অনেক ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছিল এই দিনে।

image

Leave Your Comments