শুভমান গিলের সেঞ্চুরিতে অনন্য রেকর্ড, ইতিহাসে সোনালি অধ্যায়

Date: 2025-07-06
news-banner
 শুভমান গিল নিজের ক্যারিয়ারে আরেকটি মাইলফলক স্পর্শ করলেন। এজবাস্টন ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দুই ইনিংসেই দুর্দান্ত ব্যাটিং করে ক্রিকেট ইতিহাসে নাম লেখালেন তিনি। এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে গিল করেন ২৬৯ রান। তার ইনিংসে ভর করে ৫৮৭ রান করে ভারত। জবাবে ব্যাটিংয়ে নেমে হ্যারি ব্রুক (১৫৮) ও জেমি স্মিথের (১৮৪*) জোড়া সেঞ্চুরিতে ৪০৭ রান করে ইংল্যান্ড। ভারতের হয়ে ৬ ও ৪ উইকেট শিকার করেন মোহাম্মদ সিরাজ ও আকাশ দীপ।

প্রথম ইনিংসে খেলেন অসাধারণ ২৬৯ রানের ইনিংস, যা তাঁর ক্যারিয়ারের সেরা। দ্বিতীয় ইনিংসে ফের ঝলক দেখিয়ে তুলে নেন ১৬১ রান (নট আউট)। ফলে এক ম্যাচেই তাঁর মোট রান দাঁড়ায় ৪৩০, যা একজন ভারতীয় ব্যাটারের জন্য সর্বোচ্চ ম্যাচ এগ্রিগেট—সুনীল গাভাস্কারের ৩৪৪ রানের আগের রেকর্ডকে ছাড়িয়ে গেছেন গিল।

ভারত এখন ইংল্যান্ডের বিপক্ষে বিশাল লিডে। শেষ ইনিংসে ইংল্যান্ডকে ৬০৮ রানের টার্গেট দিয়েছে ভারত। গিলের দুর্দান্ত ইনিংস জয় নিশ্চিত করতে বড় ভূমিকা রাখতে চলেছে।
ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, “শুভমান গিল এখন শুধুই ভবিষ্যতের তারকা নয়, বর্তমান ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ।”
image

Leave Your Comments