বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) গভীর শোক প্রকাশ করেছে বিশিষ্ট শিক্ষাবিদ, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মা এবং সংগঠনের সাবেক সভাপতি অধ্যাপিকা মাহমুদা বেগমের মৃত্যুতে।
শুধু সত্যনিষ্ঠ সাংবাদিক মাহমুদুর রহমানের জননী হওয়ার কারণে তার ওপর রাষ্ট্রীয় নিপীড়ন চালানো হয়েছে। মিথ্যা মামলায় তাকে হয়রানি করা হয়েছে, যেটি ছিল অত্যন্ত দুঃখজনক।”
বিএসপিপি নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, গুণগ্রাহী ও ছাত্র-ছাত্রীদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, রোববার ভোর সোয়া ৫টায় রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালে বার্ধক্যজনিত জটিলতায় ভুগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অধ্যাপিকা মাহমুদা বেগম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
তিনি চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, তিতুমীর কলেজসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা বিভাগের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি দৈনিক আমার দেশ পাবলিকেশন্সের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।
অধ্যাপিকা মাহমুদা বেগম রেখে গেছেন একমাত্র ছেলে মাহমুদুর রহমান, পুত্রবধূ ফিরোজা মাহমুদ, ছোট বোন মনিরা মাহমুদ এবং অসংখ্য গুণগ্রাহী ও ছাত্র-ছাত্রী।