আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত ফের শাকিব খানের সঙ্গে একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। এর আগেও একাধিকবার সুপারস্টার শাকিবের সঙ্গে তোলা ছবি পোস্ট করে আলোচনায় আসেন তিনি।
সাম্প্রতিক এই ছবিটি পুরোনো হলেও, অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে নতুন করে গুঞ্জন। অনেকেই প্রশ্ন তুলছেন—বারবার শাকিবের সঙ্গে ছবি প্রকাশ করার উদ্দেশ্য কী?
নেটিজেনদের একাংশ মনে করছেন, এটি হয়তো আলোচনায় থাকার কৌশল। তবে মিষ্টি জান্নাত জানিয়েছেন, এসব গুজব ভিত্তিহীন এবং শাকিব খানের সঙ্গে তার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। তা সত্ত্বেও বারবার এমন ছবি প্রকাশ করায় তৈরি হয়েছে নানা প্রশ্ন ও সমালোচনা।
আবারও শাকিব খানের সঙ্গে ছবি প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা মিস্টি জান্নাত। এর আগেও বেশ কয়েকবার শাকিবের সঙ্গে তোলা ছবি পোস্ট করেছেন এই নায়িকা। এবার নতুন করে প্রকাশ করলেন আরেকটি ছবি। যা ঘিরে অনুরাগীদের মাঝে আবারও গুঞ্জন শুরু হয়েছে।