মধ্যরাতে নারী ফুটবলারদের সংবর্ধনা দিল বাফুফে

Date: 2025-07-07
news-banner
নারী ফুটবলের অঙ্গনে নতুন সাফল্যের ইতিহাস রচনার পর দেশে ফিরলেন বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল। তাদের স্বাগত জানাতে মধ্যরাতেই বিমানবন্দরে হাজির হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলের খেলোয়াড়দের জন্য আয়োজন করা হয় এক চমকপ্রদ সংবর্ধনার।
এএফসি এশিয়ান কাপে প্রথমবারের মতো খেলার যোগ্যতা অর্জন করা বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফ)। রবিবার (৬ জুলাই) দিবাগত রাত ৩টার পর হাতিরঝিলের এম্ফিথিয়েটারে তাদের এ সংবর্ধনা দেওয়া হয়। 

খেলোয়াড়দের মধ্যে ছিল আনন্দ-উচ্ছ্বাস, আর বাফুফের এমন মধ্যরাতের উদ্যোগে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই। সংবর্ধনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বাফুফে কর্মকর্তারা বলেন, “নারী ফুটবলাররা দেশের জন্য গর্বের প্রতীক, তাদের সাফল্যকে সম্মান জানাতেই এই আয়োজন।”

দেশবাসী ও ক্রীড়াঙ্গনের মানুষের কাছে এই উদ্যোগ প্রশংসিত হয়েছে। সামাজিক মাধ্যমেও দেখা যায় ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া।
image

Leave Your Comments