১৭ বছর পর এনসিটি ছাড়ল সাইফ পাওয়ার টেক, দায়িত্ব নিল নৌবাহিনীর প্রতিষ্ঠান

Date: 2025-07-07
news-banner
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় ১৭ বছরের অধ্যায়ের ইতি টানল সাইফ পাওয়ার টেক। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় প্রতিষ্ঠানটি টার্মিনাল পরিচালনার দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছে।

আগামীকাল সোমবার (৮ জুলাই) থেকে এনসিটির দায়িত্ব নিচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর অধীন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চিটাগং ড্রাইডক লিমিটেড। এই উপলক্ষে ওইদিনই নতুন চুক্তি স্বাক্ষরিত হবে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিকভাবে ছয় মাসের জন্য চিটাগং ড্রাইডক লিমিটেডের সঙ্গে চুক্তি অনুমোদন দিয়েছে বন্দর কর্তৃপক্ষের বোর্ড সভা।

এই পরিবর্তনের মাধ্যমে এনসিটির পরিচালনায় নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
image

Leave Your Comments