শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন ওপেনার নাঈম শেখ ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তবে স্কোয়াডে জায়গা হয়নি ব্যাটার নাজমুল হোসেন শান্তর, যিনি চলতি বছরই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দেন।
২০২২ সালের আগস্টে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন নাঈম শেখ। তবে সাম্প্রতিক ওয়ানডে ফর্ম পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আবারও টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
অন্যদিকে, ইনজুরির কারণে দীর্ঘ সময় বাইরে থাকা মোহাম্মদ সাইফউদ্দিন সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২৪ সালের মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে। ফিটনেস প্রমাণের পর পুনরায় সুযোগ পেয়েছেন এই পেস অলরাউন্ডার।
দলে ফিরেছেন আরও দুই পেসার মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ, যারা চোট কাটিয়ে মাঠে ফিরেছেন। স্কোয়াডে রয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ এবং বাঁহাতি পেসার শরীফুল ইসলামও।
বিসিবি জানিয়েছে, সাম্প্রতিক ফর্ম ও কন্ডিশন বিবেচনায় স্কোয়াড গঠন করা হয়েছে।