ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৯২

Date: 2025-07-07
news-banner
রাজধানী ঢাকাসহ সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। প্রতিদিনই বাড়ছে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৯২ জন নতুন রোগী।

সোমবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মারা যাওয়া তিনজনের মধ্যে একজন পুরুষ ও দু’জন নারী। আক্রান্ত রোগীদের মধ্যে ৪০৩ জনই ঢাকার বাইরে বিভিন্ন জেলার বাসিন্দা, যা ডেঙ্গুর বিস্তারকে আরও ভয়াবহ করে তুলছে।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৪৮ জন। তাদের মধ্যে ২৫ জন পুরুষ ও ২৩ জন নারী। এছাড়া বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ১২ হাজার ৭৬৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৭ হাজার ৫৫৮ জন পুরুষ এবং ৫ হাজার ২০৫ জন নারী।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষাকাল ও দীর্ঘস্থায়ী বৃষ্টিপাত এডিস মশার বিস্তার বাড়াচ্ছে, যার ফলে ডেঙ্গুর প্রকোপও বাড়ছে। তারা সবাইকে সতর্ক থাকার পাশাপাশি বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পরামর্শ দিয়েছেন।

ডেঙ্গু রোধে দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
image

Leave Your Comments