অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা, ইতিহাস গড়তে চায় টাইগাররা

Date: 2025-07-08
news-banner
ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আজ অঘোষিত ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তিন ম্যাচের এই সিরিজে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে সমতা ফেরায় টাইগাররা। সেই আত্মবিশ্বাসকে সঙ্গী করেই আজ পাল্লাকেলের মাঠে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে নামবে বাংলাদেশ।

এই ম্যাচে জয় পেলে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস গড়বে টাইগাররা। কলম্বোর দ্বিতীয় ওয়ানডে জিতে আত্মবিশ্বাসে ভরপুর টাইগার শিবির এখন তাকিয়ে সেই কাঙ্ক্ষিত সাফল্যের দিকে।

তবে মাঠে নামার আগে কিছু চিন্তা রয়েছে দল নির্বাচন নিয়ে। কলম্বোর ম্যাচে ফিল্ডিং করার সময় ঊরুর মাংসপেশিতে চোট পেয়েছিলেন দলের সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যদিও চোট পরবর্তী ২৪ ঘণ্টার পর্যবেক্ষণ সময় তিনি পার করেছেন কোনো সমস্যা ছাড়াই।
শান্ত ফিরলে হয়তো পুরো সিরিজেই দর্শক হয়ে থাকতে হতে পারে নাঈম শেখকে।

অন্যদিকে বোলিং আক্রমণে পরিবর্তন আসতে পারে। আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে দলে ফিরতে পারেন পেসার তাসকিন আহমেদ। তার অভিজ্ঞতা ও গতি এই ম্যাচে বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট।

সিরিজ এখন ১-১ সমতায়। এমন ম্যাচে উভয় দলই চাইবে সবটুকু উজাড় করে দিতে। তবে ইতিহাসের পাতায় নতুন কিছু লেখার সুযোগ বাংলাদেশের সামনে—এটাই আজকের বড় প্রেরণা।
image

Leave Your Comments