ফেনীতে টানা বর্ষণ: জলাবদ্ধতার কবলে ফেনী শহর!

Date: 2025-07-08
news-banner
ফেনী শহরে টানা বর্ষণের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে শহরের রাস্তাঘাট ও অলিগলিতে পানি জমে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে, ফেনী পৌর এলাকায় জলমগ্ন অবস্থার সৃষ্টি হয়েছে। 
মূলত, অতিরিক্ত বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা এবং নিষ্কাশন ব্যবস্থার দুর্বলতার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শহরের খাল ও ড্রেনগুলো ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনে সমস্যা হচ্ছে, যার ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট তলিয়ে যাচ্ছে। 
এই জলাবদ্ধতার কারণে শহরের বাসিন্দারা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। রাস্তাঘাটে পানি জমে থাকার কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং চলাচলে সমস্যা সৃষ্টি হয়েছে। বিশেষ করে, স্কুল-কলেজের শিক্ষার্থী ও অফিসগামী মানুষেরা বেশি দুর্ভোগের শিকার হচ্ছে।
image

Leave Your Comments