আজ পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এই গুরুত্বপূর্ণ ম্যাচ। সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছিল শ্রীলঙ্কা, দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সমতা আনে বাংলাদেশ। তাই আজকের ম্যাচ জয়ী দলই জিতে নেবে সিরিজ।
বাংলাদেশ দল আজকের ম্যাচে এনেছে একটি পরিবর্তন। দ্বিতীয় ম্যাচে বিশ্রামে থাকা ডানহাতি পেসার তাসকিন আহমেদ ফিরেছেন মূল একাদশে।
বাংলাদেশের একাদশ-
তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলি অনিক, তানজিম হাসান, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান
শ্রীলঙ্কার একাদশ-
নিশান মাদুশকা, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চরিত আসালাঙ্কা (অধিনায়ক), জনিত লিয়ানাগে, দিনুথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ তিকশানা, দুষ্মন্ত চামিরা ও আসিতা ফার্নান্ডো।