শ্রীলঙ্কা সফরে ইতিহাস গড়ার সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। কিন্তু পাল্লাকেলেতে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ৯৯ রানে হেরে সেই স্বপ্ন অধরাই থেকে গেল।
মঙ্গলবার (৮ জুলাই) টসে জিতে ব্যাটিং নেয় স্বাগতিক শ্রীলঙ্কা। কুশল মেন্ডিসের ১২৪ রানের দুর্দান্ত সেঞ্চুরিতে তারা ৭ উইকেটে তোলে ২৮৫ রান। জবাবে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে মাত্র ৩৯.৪ ওভারে ১৮৬ রানেই অলআউট হয়ে যায়।
বাংলাদেশের হয়ে তাওহীদ হৃদয় করেন সর্বোচ্চ ৫১ রান, জাকের আলি করেন ২৭। কিন্তু কেউই ইনিংস লম্বা করতে পারেননি। শ্রীলঙ্কার পক্ষে দুশমান্ত চামিরা ও আসিথা ফার্নান্দো নেন ৩টি করে উইকেট।
এর আগে বল হাতে বাংলাদেশ পায় কিছু সাফল্য, তবে মিডল ওভার এবং ডেথ ওভারে মেন্ডিস-আসালাঙ্কার জুটি ম্যাচ ঘুরিয়ে দেয়।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হয় ২-১ ব্যবধানে শ্রীলঙ্কার অনুকূলে। বাংলাদেশের জন্য আবারও শ্রীলঙ্কা মাটিতে সিরিজ জয় রইল অধরাই।