সারাদেশে চলমান বন্যা পরিস্থিতির কারণে আজ বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে তিনটি শিক্ষা বোর্ড। স্থগিত হওয়া বোর্ডগুলো হলো—কুমিল্লা শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।
বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১১টার পর পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তিন বোর্ড থেকে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিকূল আবহাওয়া এবং বন্যা পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বোর্ডগুলো আরও জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হবে। শিক্ষার্থীদের বোর্ডের ওয়েবসাইট এবং গণমাধ্যমের মাধ্যমে নিয়মিত তথ্য জানতে অনুরোধ করা হয়েছে।
এদিকে, বন্যা কবলিত অঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অনেকগুলিই পানিতে তলিয়ে গেছে, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে, যা পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।