হজ শেষে দেশে ফিরেছেন ৮২ হাজারের বেশি বাংলাদেশি, মৃত্যু হয়েছে ৪৪ জনের

Date: 2025-07-10
news-banner
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৮২ হাজার ৪১৬ জন বাংলাদেশি হাজি। মোট ২১৫টি ফ্লাইটের মাধ্যমে সৌদি আরব থেকে তারা দেশে ফিরেছেন। আজ বৃহস্পতিবার হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানায়, বুধবার দিবাগত রাত ৩টা পর্যন্ত দেশে ফেরা হাজির সংখ্যা দাঁড়িয়েছে ৮২ হাজার ৪১৬ জনে। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরেছেন ৫ হাজার ৮৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৭৭ হাজার ৩২৯ জন।

ফ্লাইট বিবরণ অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দেশে ফিরেছেন ৩৬ হাজার ৮৩৩ জন হাজি, সৌদি এয়ারলাইন্সে ২৭ হাজার ৮১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে ফিরেছেন ১২ হাজার ১৬৯ জন বাংলাদেশি।
image

Leave Your Comments