এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ

Date: 2025-07-10
news-banner
২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার দুপুরে প্রকাশিত হয়েছে। এ বছর গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৮ দশমিক ৪৫ শতাংশ। রাজধানীর ঢাকা শিক্ষা বোর্ডের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ফল ঘোষণা করেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার এহসানুল কবির।

তিনি জানান, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে প্রায় ১৩ লাখ ১৯ হাজার শিক্ষার্থী।

image

Leave Your Comments