ইতিহাস গড়ে প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপে ইতালি

Date: 2025-07-12
news-banner
ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিলো নেদারল্যান্ডস ও ইতালি। এর মাধ্যমে ২০ দলের আসরে এখন পর্যন্ত ১৫টি দল নিশ্চিত হয়েছে।

বিশ্বকাপের বাকি পাঁচটি জায়গার লড়াই এখনো বাকি রয়েছে। আফ্রিকার কোয়ালিফায়ার থেকে আসবে দুটি দল এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে উঠে আসবে আরও তিনটি দল।

বিশ্বকাপে জায়গা পাওয়ার দিনে ইতিহাস গড়েছে ইতালি। ইউরোপিয়ান বাছাইয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে জায়গা নিশ্চিত করেছে তারা। এই অর্জনের পেছনে বিশেষভাবে জড়িয়ে আছেন এক সময়ের অস্ট্রেলিয়ান ক্রিকেটার জো বার্নস।

অস্ট্রেলিয়ার হয়ে ২৩টি টেস্ট ও ৬টি ওয়ানডে খেলা এই ব্যাটার গত বছর থেকে ইতালির হয়ে খেলা শুরু করেন। তার ভাই জো ব্র্যাডলি বার্নসের মৃত্যুর পর আবেগী সিদ্ধান্তে নিজ শেকড়ে ফিরে আসেন জো, যাঁর পারিবারিক শিকড় ইতালিতে।

ইতালির হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় তার। এবার বিশ্বকাপ বাছাইপর্বে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার অভিজ্ঞতা ও ব্যাটে ভর করেই ইতালি পা রাখলো বিশ্বকাপের মঞ্চে।

বিশ্বকাপে খেলাতে পারা জো বার্নসের জন্য শুধু ক্রীড়াগত অর্জন নয়, বরং এক গভীর আবেগের বহিঃপ্রকাশ। মৃত ভাইয়ের স্মৃতিতে এই অর্জনকে উৎসর্গ করেও আবেগ ছড়িয়েছেন তিনি।

বিশ্বকাপে নতুন মুখ হিসেবে ইতালি ও নেদারল্যান্ডস কী করে পারফর্ম করে, সেটিই এখন দেখার অপেক্ষায় ক্রিকেটবিশ্ব।
image

Leave Your Comments