লর্ডসে ভারতের বিপক্ষে চলমান টেস্টে ব্যাট হাতে ইতিহাস গড়লেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। প্রথম দিন শেষে ৯৯ রানে অপরাজিত থাকা এই ডানহাতি ব্যাটার দ্বিতীয় দিনের প্রথম ওভারেই জাসপ্রিত বুমরাহকে চার মেরে পূর্ণ করেন তার ৩৭তম টেস্ট সেঞ্চুরি।
এই শতক দিয়েই রুট ছাড়িয়ে গেলেন ভারতের কিংবদন্তি ব্যাটার রাহুল দ্রাবিড় এবং অস্ট্রেলিয়ান গ্রেট স্টিভেন স্মিথকে, যাঁদের দু’জনেরই রয়েছে ৩৬টি করে টেস্ট সেঞ্চুরি।
রুট এখন কেবল একটি সেঞ্চুরি দূরে আছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার থেকে, যাঁর সেঞ্চুরির সংখ্যা ৩৮। টেস্ট ক্রিকেটে সর্বকালের সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় সাঙ্গাকারা রয়েছেন চতুর্থ স্থানে।
সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির তালিকায় শীর্ষে রয়েছেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার (৫১)। এরপর রয়েছেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস (৪৫) এবং অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (৪১)। সেই তালিকায় দ্রুতই এগিয়ে আসছেন জো রুট।