মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড: দ্রুত বিচারে সরকারের অঙ্গীকার জানালেন ড. আসিফ নজরুল

Date: 2025-07-12
news-banner
রাজধানীর মিটফোর্ড হাসপাতালে সামনের এলাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সরকারের অবস্থান স্পষ্ট করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে ড. নজরুল জানান, এই নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচার করতে সরকার বদ্ধপরিকর। এ জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইনের অধীনে দ্রুততম সময়ের মধ্যে মামলার বিচার শেষ করা হবে বলে তিনি জানিয়েছেন।

উপদেষ্টা বলেন, “এই পাশবিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। দায়ীদের বিরুদ্ধে মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে এবং আইনের ধারা ১০-এর অধীনে বিচার সম্পন্ন হবে।”

ড. নজরুল আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত ৫ জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তেও সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

প্রসঙ্গত, গত বুধবার (১০ জুলাই) রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ৩৯ বছর বয়সী লাল চাঁদ ওরফে সোহাগকে নির্মমভাবে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজ অনুযায়ী, হত্যার আগে তাকে ডেকে নিয়ে পিটিয়ে এবং ইট-পাথর দিয়ে মাথা ও শরীর থেঁতলে ফেলা হয়।

image

Leave Your Comments