গ্লোবাল সুপার লীগে দ্বিতীয় ম্যাচে ব্যাটে-বলে আলো ছড়াতে ব্যর্থ হলেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। আগের ম্যাচে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স দেখানো এই অভিজ্ঞ ক্রিকেটার শুক্রবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ছিলেন নিস্প্রভ। তার দলের ফলাফলেও এসেছে হতাশা—বিগ ব্যাশের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্সের বিপক্ষে হেরে গেছে দুবাই ক্যাপিটালস।
হোবার্ট হারিকেন্সের বিপক্ষে ম্যাচে সাকিব ব্যাট হাতে নামেন মধ্য পর্বে। তবে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। ১০ বলে করেন মাত্র ৭ রান। বল হাতেও সাফল্য ধরা দেয়নি এই ৩৮ বছর বয়সী অলরাউন্ডারের। নির্ধারিত ৪ ওভার বোলিং করে দেন ৩৪ রান, কিন্তু পাননি কোনো উইকেট। দুই ম্যাচে একটি জয় ও পরাজয়ে পয়েন্ট টেবিলের তিনে রয়েছে দুবাই ক্যাপিটালস। পরের ম্যাচে আগামী সোমবার ভোরে অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে খেলবে দুবাই সাকিবের দল।
একটি নিউজ লিখুন