ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ৩৯১ জন

Date: 2025-07-12
news-banner
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মরণব্যাধি এই রোগে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯১ জন।

শনিবার (১২ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে নতুন আক্রান্তদের মধ্যে সর্বাধিক ১২৮ জন ভর্তি হয়েছেন বরিশালের বিভিন্ন হাসপাতালে।

এর বাইরে ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৮৩ জন, ঢাকা মহানগর ব্যতীত রাজশাহী বিভাগে ৫৭ জন, চট্টগ্রামে ৪১ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৩৯ জন, খুলনায় ৩০ জন, ময়মনসিংহে ১১ জন এবং রংপুর বিভাগে ২ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তার বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে সংক্রমণের ঝুঁকিও।

বিশেষজ্ঞরা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এবং স্থানীয় পর্যায়ে মশা নিধন কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছেন।
image

Leave Your Comments