ডাম্বুলার রাঙ্গিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ৭ উইকেটে হেরে যাওয়ায় আজকের ম্যাচটি টাইগারদের জন্য সিরিজ বাঁচানোর লড়াই হয়ে দাঁড়িয়েছে।
প্রথম ম্যাচে ব্যাটিং-বোলিং উভয় বিভাগেই ছন্দে ছিল না লিটন দাসের দল। বিশেষ করে ব্যাটিং লাইনআপে ছিল ধস, যা বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়। ম্যাচ শেষে দল নির্বাচন নিয়েও প্রশ্ন উঠে। একাদশে অভিজ্ঞতার অভাব, পাশাপাশি ফর্মে না থাকা কিছু ক্রিকেটারকে সুযোগ দেওয়ায় সমালোচনার মুখে পড়ে টিম ম্যানেজমেন্ট।
এ প্রসঙ্গে গতকাল ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মুখ খুলেছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। তিনি বলেন,
“প্রথম ম্যাচের হার হতাশাজনক, তবে এটি শুধুই একটি ম্যাচ। আমরা এখনো সিরিজে আছি। দ্বিতীয় ম্যাচের জন্য আমরা সম্ভাব্য সেরা দলটাই নামাবো। একাদশ নির্বাচন নিয়ে আলোচনা হওয়াটাই স্বাভাবিক, তবে আমরা খেলোয়াড়দের ওপর পূর্ণ আস্থা রাখছি।”
আজকের ম্যাচে একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা প্রবল। বিশেষ করে একজন বাড়তি স্পিনার এবং মিডল অর্ডারে পরিবর্তন দেখা যেতে পারে।
অন্যদিকে, আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা আজই সিরিজ নিশ্চিত করতে চায়। তাদের জন্য এটি আরেকটি জয়লাভের সুযোগ, যেখানে ঘরের মাঠের সুবিধাও রয়েছে।