২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

Date: 2025-07-14
news-banner
ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়েই চলেছে সারাদেশে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়াল ৫৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে সোমবার (১৪ জুলাই) পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩০ জন। এর মধ্যে বরিশাল বিভাগে সর্বোচ্চ ৮৬ জন, চট্টগ্রামে ৫৪ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৪৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৪ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া খুলনায় ২৭ জন, রাজশাহীতে ৩৮ জন, ময়মনসিংহে ৩ জন এবং রংপুর বিভাগে ৩ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস করার আহ্বান জানিয়েছে।
image

Leave Your Comments