ব্যবসায়ী সোহাগ হত্যা: অন্যতম আসামি নান্নু কাজী গ্রেপ্তার

Date: 2025-07-15
news-banner
পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ সোহাগ (৩৯)কে প্রকাশ্যে পিটিয়ে ও পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যার ঘটনায় অন্যতম আসামি মো. নান্নু কাজীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১।

সোমবার দিবাগত রাত ১টার দিকে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব সূত্র জানিয়েছে, ঘটনার পর থেকেই নান্নু কাজী পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত সপ্তাহে মিটফোর্ড হাসপাতালের সামনে একদল সন্ত্রাসী প্রকাশ্যে লাল চাঁদ সোহাগকে নির্মমভাবে মারধর করে। একপর্যায়ে তারা পাথর দিয়ে তার মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় ঢাকার কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তদন্তে নেমে র‌্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে এ পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করেছে।

র‌্যাব জানায়, হত্যাকাণ্ডের পেছনে পুরনো ব্যবসায়িক বিরোধসহ অন্যান্য ব্যক্তিগত শত্রুতার বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।

আসামি নান্নু কাজীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
image

Leave Your Comments