লর্ডসে লজ্জার হার, ১৯৩ রান তাড়া করতে না পেরে ভারত অলআউট ১৭০ রানে।
লর্ডস টেস্টের পঞ্চম দিনে ইংল্যান্ডের দেওয়া ১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র ১৭০ রানেই গুটিয়ে গেল ভারত। মাত্র ২২ রানে হেরে গেল শুভমান গিলের দল। দ্বিতীয় ইনিংস শুরু থেকেই ধস নামে ভারতের ব্যাটিং লাইনআপে। যশস্বী জয়সওয়াল শূন্য, রাহুল ৩৯, পান্থ মাত্র ৯ রান করে আউট হন।
একমাত্র রবীন্দ্র জাদেজাই লড়াই চালিয়ে যান, অপরাজিত থাকেন ৬১ রানে। কিন্তু তাঁকে সঙ্গ দিতে পারেননি কেউ। জোফরা আর্চার ৩ উইকেট নিয়ে ভারতের পতনের মূল কারিগর। বেন স্টোকস ও ব্রাইডন কার্সও করেন দুর্দান্ত বোলিং।
চতুর্থ ইনিংসে ব্যর্থতায় লর্ডসে ম্যাচ ও সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ল ভারত।