শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেটার অর্জুনা রানাতুঙ্গা। সাত সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন কমিটির দায়িত্ব পালন করবেন তিনি। খবর ডিইলি মিররের।
দেশটির ক্রীড়া মন্ত্রণালয় বলেছে, ১৯৭৩ সালে প্রণীত শ্রীলঙ্কার ক্রীড়া আইনের অধীন মন্ত্রী এই কমিটি নিয়োগ দিয়েছেন।
জানা গেছে, অনেক দিন ধরেই শ্রীলঙ্কার ক্রিকেট প্রশাসকদের সঙ্গে মন্ত্রণালয়ের বিরোধ চলছিল। গত বছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে শ্রীলঙ্কার ক্রিকেটে কী পরিমাণ দুর্নীতি হয়েছে, তা ২৬০ পাতার সরকারি নিরীক্ষায় (অডিট) তুলে ধরা হয়েছে। ক্রিকেট প্রশাসনে অসদাচরণের তদন্তে ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে তিন সদস্যের একটি প্যানেল নিয়োগ দিয়েছেন।
গত সপ্তাহে আইসিসিকে পাঠানো এক চিঠিতে রোশান শ্রীলঙ্কার ক্রিকেট প্রশাসকদের ‘লজ্জাহীন, বিশ্বাসঘাতক ও অবিশ্বস্ত’ বলে অভিহিত করেন। এসবের জেরে শনিবার মন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেন এসএলসির সেক্রেটারি মোহন ডি সিলভা।
শ্রীলংকার ক্রীড়ামন্ত্রী এসএলসির কমিটি বরখাস্ত করার পর রানাতুঙ্গাকে চেয়ারম্যান করে একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করেছেন।
কমিটির অন্য সদস্যরা হলেন— শ্রীলঙ্কা ক্রিকেটের সাবেক প্রেসিডেন্ট উপালি ধর্মদাসা, অবসরপ্রাপ্ত বিচারক এস আই ইমাম, রোহিণী মারাসিংহে ও ইরাঙ্গানি পেরেরা, আইনজীবী রাকিথা রাজাপক্ষে এবং ব্যাবসায়ী হিশাম জামালদিন।
এদিকে মাঠের ক্রিকেটেও এলোমেলো শ্রীলঙ্কা। বিশ্বকাপে সাত ম্যাচ খেলে দুটিতে জিতে পয়েন্ট তালিকার সাতে তারা। সবশেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অলআউট হয়েছিল। আজ সোমবার নিজেদের অষ্টম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে দলটি।