শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ

Date: 2025-07-17
news-banner
অবশেষে শ্রীলঙ্কার মাটিতে বহু কাঙ্ক্ষিত সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। যে কীর্তি গড়তে পারেননি সাকিব আল হাসান কিংবা মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞরা, সেই অর্জন এনে দিল লিটন দাসের নেতৃত্বাধীন তরুণ টাইগার বাহিনী।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুটি ম্যাচ শেষ হয় ১-১ সমতায়। ফলে কলম্বোর শেষ ম্যাচটি হয়ে দাঁড়ায় অলিখিত ফাইনাল। সেই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। তবে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধা করতে পারেনি তারা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে মাত্র ১৩২ রান।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই ধাক্কা খায় বাংলাদেশ। ০ রানে ফিরে যান ওপেনার পারভেজ ইমন। তবে এরপর হাল ধরেন লিটন দাস ও তানজিদ তামিম। দু’জনের দায়িত্বশীল ব্যাটিংয়ে দ্রুত ঘুরে দাঁড়ায় টাইগাররা। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে যোগ করেন ৪৭ রান।

৮.৩ ওভারে ৭৪ রানে ভাঙে এই জুটি, লিটন দাস ফেরেন ২৬ বলে ৩২ রান করে। তবে তানজিদ তামিম ছিলেন এক কথায় অনবদ্য। ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ১৬.৩ ওভারে জয় নিশ্চিত করেন তিনি।
image

Leave Your Comments