জামায়াতের জাতীয় সমাবেশে লাখো মানুষের ঢল সোহরাওয়ার্দী উদ্যানে

Date: 2025-07-19
news-banner
সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে লাখো মানুষের সমাগম ঘটেছে। শনিবার (১৯ জুলাই) দুপুর ২টায় মূল পর্ব শুরু হলেও সকাল থেকেই উদ্যান জনসমুদ্রে পরিণত হয়।

সকাল ৯টা ৪০ মিনিটে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর চলে সাংস্কৃতিক পরিবেশনা। দেশের বিভিন্ন জেলা থেকে ট্রেন, বাস ও লঞ্চে করে আসা নেতাকর্মীরা মিছিলসহকারে সমাবেশস্থলে উপস্থিত হন।

দলীয় প্রতীক দাঁড়িপাল্লা সম্বলিত টি-শার্ট ও পোশাকে সজ্জিত নেতাকর্মীদের ভিড় ছড়িয়ে পড়ে উদ্যান ছাড়িয়ে আশপাশের সড়কগুলোতেও। মেট্রোরেল স্টেশন, বাংলা একাডেমি, দোয়েল চত্বর এলাকাও লোকে লোকারণ্য হয়ে ওঠে।

সমাবেশ ঘিরে জাতীয় পতাকা, টুপি, টি-শার্ট বিক্রি হচ্ছে বেশ জোরেশোরে। গরমের কারণে আইসক্রিম, শরবত ও শসার চাহিদাও বেড়েছে।

দুপুর ২টায় শুরু হওয়া মূল পর্বে সভাপতিত্ব করবেন দলের আমির ডা. শফিকুর রহমান। এতে পিআর ভিত্তিক নির্বাচন, লেভেলপ্লেয়িং ফিল্ড, বিচার ব্যবস্থার সংস্কারসহ বিভিন্ন দাবি উত্থাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

image

Leave Your Comments