রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শনিবার (১৯ জুলাই) বিকাল ৪টায় তিনি সমাবেশে বক্তব্য দেন। এর আগে তাকে মঞ্চে উপস্থিত থাকতে দেখা যায়।
সমাবেশের মূল পর্ব শুরু হয় দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এর আগেই সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় সমাবেশের প্রথম পর্ব।
দুপুর সোয়া ১২টার দিকে সমাবেশস্থলে আসেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তাকে স্বাগত জানাতে রাস্তাজুড়ে স্লোগানে মুখরিত হয়ে ওঠেন দলীয় নেতাকর্মীরা।