দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঘরের মাঠে শক্তিশালী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। মূলত দুই দেশের বোর্ডের পারস্পরিক আলোচনার মাধ্যমেই গড়ে উঠেছে এই সিরিজ, যা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ফিউচার ট্যুর প্ল্যানে (এফটিপি) অন্তর্ভুক্ত ছিল না।
পাকিস্তান সর্বশেষ বাংলাদেশ সফর করেছিল ২০২১ সালে, যেখানে স্বাগতিকরা ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল। তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। দেশের মাটিতে খেলছে বাংলাদেশ, আর স্মৃতির পাতায় জ্বলজ্বল করছে ২০১৫ সালের সেই ঐতিহাসিক জয়, যখন মিরপুরেই পাকিস্তানকে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছিল টাইগাররা।
এখন পর্যন্ত বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মোট ২২টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে পাকিস্তান জয় পেয়েছে ১৯টিতে, আর বাংলাদেশ মাত্র ৩টিতে। বাংলাদেশের সর্বশেষ টি-টোয়েন্টি জয়টি এসেছিল ২০২৩ সালের এশিয়ান গেমসে, যেখানে তরুণ টাইগাররা সাহসী ক্রিকেট উপহার দিয়ে জয় ছিনিয়ে এনেছিল।
আজ আবারও সেই মিরপুর। চেনা গ্যালারি, চেনা কন্ডিশনে নতুন প্রত্যাশা নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। ঘরের মাঠে আবারও পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে টাইগাররা ও দেশের কোটি ক্রিকেটভক্ত।
এই ম্যাচের মাধ্যমে শুধু একটি সিরিজের সূচনা নয়, বরং এটি হতে পারে একটি নতুন প্রত্যাবর্তনের গল্প—বাংলাদেশ ক্রিকেটের জন্য আরেকটি সম্ভাবনার দ্বার।