সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে আজ অঘোষিত ফাইনালে মুখোমুখি স্বাগতিক বাংলাদেশ ও নেপাল। সন্ধ্যা ৭টায় কিংস অ্যারেনায় শুরু হওয়া এই ম্যাচে ড্র করলেই শিরোপা জিতবে বাংলাদেশ, আর নেপালের শিরোপা স্বপ্ন পূরণে জয় ছাড়া উপায় নেই। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
এবারের আসরে এখন পর্যন্ত পাঁচ ম্যাচের সব কটিতে জিতে দুর্দান্ত ফর্মে আছে আফিদা-ঋতুপর্ণারা। অন্যদিকে, নেপালও ভুটান ও শ্রীলঙ্কার বিপক্ষে গোলবন্যা বইয়ে দিয়েছে। প্রথম লেগে বাংলাদেশকে ২-০ গোলে পিছিয়ে থেকেও ২-২ সমতায় ফিরিয়ে শক্ত প্রতিদ্বন্দ্বিতার বার্তা দিয়েছিল হিমালয় কন্যারা।